শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কনভেনর হলেন আনন্দময় বর্মন

শিলিগুড়ি, ১৮ অক্টোবরঃ শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির নতুন কনভেনর হলেন মাটিগাড়া নকশালাবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন।ইতিমধ্যেই বিজেপির তরফে নতুন পদে তার নাম ঘোষণা করা হয়েছে।


তবে বিজেপি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের পর জেলা সভাপতি প্রবীণ আগারওয়ালকে বেশকিছু দলীয় অনুষ্ঠানে দেখা যায়নি।সেকারণে পুরনিগম ও মহকুমা পরিষদ নির্বাচনের আগে আনন্দময় বর্মনকে জেলার নতুন দায়িত্বে এনে সাংগঠনের শক্তিবৃদ্ধি করতে চাইছে বিজেপি।

নতুন দায়িত্ব পেয়ে বিধায়ক আনন্দময় বর্মন জানান, “দল আমাকে নতুন দায়িত্ব দিয়েছে।আমার ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ জানাবো।এর আগে জেলার সাধারণ সম্পাদক ছিলাম।তবে এখনও দলে জেলা সভাপতি থাকছেন প্রবীণ আগারওয়াল।লোকসভা ও বিধানসভা নির্বাচনে দল ভালো ফল করেছে।পুরনিগম ও মহকুমা পরিষদ নির্বাচনেও ভালো ফল আশা করছি।”


এদিকে প্রবীণ আগারওয়ালের বিভিন্ন অনুষ্ঠানে অনুপস্থিত প্রসঙ্গে বিধায়ক জানান, নির্বাচনের পর প্রবীণ আগরওয়ালের করোনা হয়।শারীরিক অসুস্থতা ও ব্যবসার কারণে সময় কম দিচ্ছেন।বাইরে বাইরে যেতে হচ্ছে।তবে শিলিগুড়িতে থাকলে তিনি দলের অনুষ্ঠানে থাকেন।তার নেতৃত্বেই দল এখানে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *