জলপাইগুড়ি, ২৩ আগস্টঃ সোমবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে জেলা স্বাস্থ্য সমিতির বৈঠক আয়োজিত হল।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু, উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ওএসডি ডঃ সুশান্ত রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ রমেন্দ্রনাথ প্রামানিক, পিএইচই, পিডব্লিউডি অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিকরা।
বৈঠক শেষে ওএসডি ডঃ সুশান্ত রায় জানান, বিভিন্ন পৌরসভা এলাকায় ভ্যাকসিনেশন নিয়ে কোনো সমস্যা নেই।কিছু ক্ষেত্রে অঞ্চল এলাকায় রয়েছে ঠিকঠাক জায়গার ব্যবস্থা হলে আমরা দ্রুত ভ্যাকসিনেশন করব।বর্তমানে জেলায় যথেষ্ট ভ্যাকসিন রয়েছে।এনিয়ে আশঙ্কার কিছু নেই। জেলার সবগুলি স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা ভালো।শুধুমাত্র মেটেলি ও বেলাকোবা স্বাস্থ্য কেন্দ্র ডেভেলপ করার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।এছাড়াও শিশুদের ভ্যাকসিনেশন নিয়ে কোনো গাইডলাইন না আসায় এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায়নি বলে জানিয়েছেন তিনি।