ট্রান্সপোর্ট কর্পোরেশনের পার্সেল ভ্যান থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ, গ্রেফতার ২
শিলিগুড়ি,১৮ ডিসেম্বর : ট্রান্সপোর্ট কর্পোরেশনের পার্সেল ভ্যান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় গাড়ির চালক কানাই শীল এবং সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কোম্পানির ম্যানেজার শুভঙ্কর দাসকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর একটিয়াশাল এলাকায় একটি পার্সেল ভ্যানকে দাড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় ভ্যানের ভেতর থেকে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।কাফ সিরাপগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃত দুজনকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।
