শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ শিলিগুড়ির প্রধাননগর থানা অন্তর্গত দক্ষিণ পলাশ এলাকায় শুক্রবার রাতে বন্ধ বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।ভস্মীভূত হয় গোটা বাড়ি।যদিও ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।
জানা গিয়েছে,বাড়ির মালিক দয়া কুমার মাহাতো এবং সরিতা মাহাতো তাদের সন্তানকে টিউশন থেকে আনতে গিয়েছিলেন।হঠাৎ তাদের এক আত্মীয় ফোন করে জানান যে বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে।দম্পতি দ্রুত বাড়ি ফিরে আসেন।তবে পৌঁছানোর আগেই গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকান্ডে গুরুত্বপূর্ণ নথী সহ সমস্ত জিনিস পুড়ে গিয়েছে।পরে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।দমকল বাহিনী এবং স্থানীয় বাসিন্দারা তৎপর না হলে আগুন আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়তে পারতো।
দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
