শিলিগুড়ি, ২৬ নভেম্বরঃ মাদক খাইয়ে এক চিকিৎসককে লুটের ঘটনায় ধুবড়ির এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করলো এনজেপি জিআরপি।ধৃত ব্যবসায়ীর নাম সুরেন্দ্র সাহা।
এনজেপি জিআরপি সূত্রে জানা গিয়েছে, ট্রেনে যাত্রী সেজে মাদক খাইয়ে লুটপাটের ঘটনায় গত ১৪ তারিখ মাস্টারমাইন্ড মফিজুদ্দিনকে গ্রেফতার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে জিআরপি জানতে পারে যে সে শিলিগুড়ির চিকিৎসকের কাছ থেকে লুট করা সোনার অলঙ্কার ধুবড়ির স্বর্ণ ব্যবসায়ী সুরেন্দ্র সাহার কাছে বিক্রি করেছে।
তার বয়ানের ভিত্তিতে জিআরপি টিম ধুবড়ি থেকে স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করে।মফিজুদ্দিনের বাড়ি থেকে চারটি সোনার আংটি, একটি সোনার চেন, দুটি মোবাইল ফোন এবং একটি ঘড়ি উদ্ধার করা হয়েছে।এই সবকিছু চিকিৎসকের কাছ থেকে লুট করা হয়েছিল।
ধৃত ব্যবসায়ী সুরেন্দ্র সাহার বিরুদ্ধে চুরির জিনিসপত্র কেনার অভিযোগে মামলা দায়ের করে আজ তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে জিআরপি।
