শিলিগুড়িতে নার্সিংহোমের এক চিকিৎসকের ল্যাপটপ ও ট্যাব চুরি! গ্রেফতার রোগী

শিলিগুড়ি, ১৪ নভেম্বরঃ মাটিগাড়া থানার অন্তর্গত একটি নার্সিংহোমের এক চিকিৎসকের ল্যাপটপ এবং দুটি ট্যাব চুরির অভিযোগে এক রোগীকে গ্রেফতার করলো পুলিশ।ধৃতের নাম নাম দীপক গর্গ।হরিয়ানার বাসিন্দা।


জানা গিয়েছে, গত ৭ তারিখ মাটিগাড়া থানার অন্তর্গত একটি নার্সিংহোমে চুরির ঘটনা ঘটে। নার্সিংহোমের চিকিৎসক ডাঃ সঞ্জিত সরকারের একটি ল্যাপটপ এবং দুটি ট্যাব চুরি হয়।চুরি যাওয়া ল্যাপটপগুলিতে প্রায় ৬ লক্ষ টাকার সফটওয়্যার ছিল।ঘটনার পর অভিযোগ দায়ের করা হয়।এরপর তদন্তে নামে পুলিশ।

তদন্তে নার্সিংহোমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়।যেখানে দেখা যায় দীপক গর্গ চুরি করছে।তবে ঘটনার পরে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। তদন্ত চলাকালীন পুলিশ একটি অনলাইন বিল খুঁজে পায়।এই তথ্যের ভিত্তিতে মহাকালপল্লী থেকে দীপক গর্গকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ।


তাকে জিজ্ঞাসাবাদ করে ল্যাপটপ এবং ট্যাব উদ্ধার করে। পুলিশের অনুমান, অভিযুক্ত দীপক গর্গ চুরির উদ্দেশ্যেই শিলিগুড়িতে এসেছিল। বিভিন্ন হাসপাতাল এবং নার্সিংহোমকে টার্গেট করছিল সে।ইতিমধ্যেই তিনটি নার্সিংহোমে চুরি করেছে অভিযুক্ত।

জানা গিয়েছে, গ্রেফতারের পর দীপক গর্গের স্বাস্থ্যের অবনতি হয়।তার পেসমেকার লাগানো হয়েছে। বর্তমানে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।সুস্থ হওয়ার পর ধৃতকে আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *