রাজগঞ্জ, ৬ জুনঃ মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় ৭৩১ নম্বর পেয়েছে রাজগঞ্জের নুসরত জাহা।ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন।কিন্তু আর্থিক দুর্বলতা তার স্বপ্ন পূরণে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি এক্রামিয়া হাই মাদ্রাসার ছাত্রী নুসরত জাহা এবার মাধ্যমিক পরীক্ষায় ৮০০ নম্বরের মধ্যে ৭৩১ নম্বর পেয়েছে।তার বাবা স্থানীয় এক মসজিদের ইমাম।পরিবারে বাবা, মা ও দুই ভাই রয়েছে।মসজিদ থেকে পাওয়া সামান্য উপার্জনে কোনরকমে সংসার চলে তাদের।ভবিষ্যতে ডাক্তার হওয়ার উচ্ছে রয়েছে নুসরতের।
নুসরত জাহা জানায়, বিজ্ঞান নিয়ে পড়ে ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা।কিন্তু বাবার যা উপার্জন তা দিয়ে পড়ার খরচ চালানো অসম্ভব।তাই কোন সাহায্য না পেলে কলা বিভাগ নিয়ে পড়া ছাড়া উপায় নেই।
নুসরতের মা ময়না খাতুন বলেন, মেয়ে পড়াশোনা করে ভবিষ্যতে ডাক্তার হতে চায়।তবে পরিবারের আর্থিক অবস্থায় তাতে মেয়ের স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না।তাই সরকারের কাছে তিনি সাহায্যে আর্জি জানিয়েছেন তিনি।
অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য সৌকত আলি বলেন, অভাবের সঙ্গে লড়াই করে নুসরত মাধ্যমিক পরীক্ষায় যে নজরকাড়া নম্বর পেয়েছে তাতে এলাকাবাসী হিসেবে আমরা গর্বিত।মেয়েটির যাতে স্বপ্ন পূরণ হয় সেব্যাপারে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।