খড়িবাড়ি, ১০ সেপ্টেম্বরঃ জরুরি বিভাগে চিকিৎসা করাতে এসে কর্তব্যরত চিকিৎসককে হুমকির অভিযোগ উঠলো খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে।
জানা গিয়েছে, গতকাল রাতে মদ্যপ অবস্থায় এক যুবক আহত হয়ে চিকিৎসা করাতে আসে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে।প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।এরপর বন্ধুদের সঙ্গে কিছুদূর যাওয়ার পর ফের অসুস্থ বোধ করলে ১৫ জন যুবককে নিয়ে এসে চিকিৎসককে হুমকি ও হুঁশিয়ারি দেয়।ঘটনার খবর পেয়ে পুলিশ আসলেই পালিয়ে যায় যুবকরা।এরপর আজ থানায় অভিযোগ দায়ের করেন চিকিৎসক।সেই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে খড়িবাড়ি থানার পুলিশ।ধৃতের নাম বাপ্পা দেবনাথ, খড়িবাড়ির বাসিন্দা।
ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
অন্যদিকে এই ঘটনায় আতঙ্কে রয়েছেন সেই চিকিৎসক।এই বিষয়ে খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ সফিউল আলম মল্লিক টেলিফোনে জানান, গতকাল এই ঘটনা ঘটে।আতঙ্কে রয়েছে সবাই।এই ধরনের ঘটনার পুনরাবৃত্তিও হতে পারে।পুলিশের টহলদারি প্রয়োজন বলে জানান তিনি।