শিলিগুড়ি, ১৪ ফেব্রুয়ারিঃ ভালোবাসা দিবসে ‘ডগ শো’ করে পোষ্যদের প্রতি ভালোবাসা বাড়ানোর উদ্যোগ এক্সোটিক পেট অ্যাসোসিয়েশনের।
নর্থবেঙ্গল এক্সোটিক পেট অ্যাসোসিয়েশনের তরফে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত হল ‘ডগ শো’।গোটা উত্তরবঙ্গ থেকে কয়েকশো কুকুরের সমাহার এই ডগ শো তে।প্রথমবার এত বড় করে শহরে ডগ শো আয়োজিত হওয়ায় খুশি কুকুরপ্রেমীরা।সকাল থেকেই কুকুর নিয়ে মাঠে হাজির মালিকেরা।কেউ বা মাঠেই মনের মতন সাজিয়ে নিচ্ছেন তাদের কুকুরদের।প্রদর্শনীর পর পুরস্কৃত করা হবে।প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানাধীকারিদের নগদ পুরস্কারও দেওয়া হবে।
অ্যাসোসিয়েশনের তরফে সজল ভাওয়াল জানান, তারা অভূতপূর্ব সাড়া পাচ্ছেন।ভালোবাসা দিবসে মানুষ ও পোষ্যের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।তাদের এই শো নিয়ে তারা অনেকটাই আশাবাদী।আগামীতেও তাদের ডগ শো করার ইচ্ছে রয়েছে।