শিলিগুড়ি, ১৭ জুনঃ চুরির অভিযোগে ২ জনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির পুলিশ।ধৃতদের নাম রবি সাহানী(৩০) এবং প্রমোদ সাহানী(২৫)।দুজন ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়ার বাসিন্দা।
জানা গিয়েছে, গত ১৩ জুন নয়া বাজার এলাকায় একটি দোকানে চুরির ঘটনা ঘটে।ঘটনার অভিযোগ দায়ের করা হয় খালপাড়া ফাঁড়িতে।তদন্তে নেমে গতকাল রাতে দুজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চুরির সামগ্রীও।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।