শিলিগুড়ি,১৭ নভেম্বরঃ শিলিগুড়ির আশিঘর মোড়ের কাছে একটি হার্ডওয়ারের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য।দোকানের ক্যাশবাক্স ভেঙে টাকা নিয়ে চম্পট দিল চোরের দল।
প্রতিদিনের মতো এদিন সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে পড়ে দোকান মালিক শ্যামল সাহার।তিনি দেখতে পান দোকানের ভেতরের সিলিং ভাঙা অবস্থায় রয়েছে এবং তার পাশ দিয়ে একটি দড়ি ঝুলছে।দোকানের ভেতরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।পাশাপাশি ক্যাশবাক্স ভাঙা অবস্থায় রয়েছে।এরপরই ঘটনার খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়িতে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তদন্তে নেমেছে পুলিশ।
দোকান মালিক শ্যামল সাহা বলেন, অনেক রাত পর্যন্ত আশিঘর ইস্টার্ন বাইপাসের রাস্তায় পুলিশের নাকা চেকিং চলে।তার মধ্যে এরকম চুরির ঘটনায় হতবাক তিনি।দোকান থেকে একটি ল্যাপটপ, নগদ টাকা সহ আরও বেশকিছু জিনিসপত্র নিয়ে গিয়েছে চোরের দল।এর আগেও তার দোকানে চুরি হয়েছে বলে জানান শ্যামল বাবু।
