শিলিগুড়ি, ২৭ মেঃ শিলিগুড়ি পুরনিগমের তরফে স্টেশন ফিডার রোড অর্থাৎ এসএফ রোডে তৈরি হচ্ছে ফুড লেন।সেই ফুড লেনের স্টলগুলি রাখা হয়েছে সেখানকার স্থায়ী দোকানগুলির সামনে।যেকারনে ব্যবসায় সমস্যা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।তারই প্রতিবাদে সোমবার ব্যবসা বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন এসএফ রোড ব্যবসায়ী সমিতির সদস্যরা।
অভিযোগ, এসএফ রোডে ফুড লেন বানানোর জন্য মেয়রের সঙ্গে বৈঠক হয়েছিল।সেইসময় বলা হয়েছিল স্থায়ী ব্যবসায়ীদের কোনোরকম সমস্যা হবে না।কিন্তু অভিযোগ, ইতিমধ্যেই বেশকিছু দোকানের সামনের অংশ ঢেকে দিয়ে ফুড স্টল গুলি বসানো হয়েছে।এই কারণে এদিন ব্যবসা বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন ব্যবসায়ীরা।
এদিন ব্যবসায়ীরা বলেন, মেয়র কথা দিয়েছিলেন এই ফুড লেনের জন্য ব্যবসায়ীদের সমস্যা হবে না।কিন্তু বর্তমানে স্থায়ী দোকানগুলির সামনের অংশ ঢেকে দিয়ে ফুড স্টল গুলি বসানো হচ্ছে।মেয়র এসে সমস্যার সমাধান না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
অন্যদিকে মেয়র গৌতম দেব বলেন, এখনও পর্যন্ত কোনো স্টল বসানো হয়নি।ফুটপাত দখল করে যারা অস্থায়ীভাবে ব্যবসা করছে তাদের স্থানান্তরিত করা হবে।তবে স্থায়ী ব্যবসায়ীদের কোন সমস্যা হবে না। ব্যবসায়ীদের তরফে এখনও কোনো কিছু জানানো হয়নি বলে জানান মেয়র।