শিলিগুড়ি, ৪ ডিসেম্বরঃ দোকানের টিনের সেড কেটে চুরির ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ।
জানা গিয়েছে, কিছুদিন আগে প্রধাননগর থানা অন্তর্গত একটি মোবাইলের দোকানের টিনের সেড কেটে চুরির ঘটনা ঘটে।দোকানের মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সেই ঘটনার তদন্তে নেমে শনিবার দেবীডাঙা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযুক্ত দুজনের নাম রাজু নন্দী(৩৯) এবং বিশ্বজিৎ সেন(২৫)।দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।