হকার্স কর্ণারে সরকারি জমি দখল! ভাঙা হল অবৈধ নির্মাণ

শিলিগুড়ি, ১৩ জুনঃ শিলিগুড়ির হকার্স কর্ণারে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের জমি দখল করে অবৈধভাবে তৈরি করা হয়েছে দোকান।বেশ কয়েকবার সেই দোকান সরানোর কথা বলাও হয়েছিল।কিন্তু দোকান সরানো না হলে অবশেষে রবিবার কয়েকটি দোকান ভেঙে দেওয়া হয় পুরনিগমের তরফে।


এদিন সকালে সেখানে যান পুরনিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রঞ্জন সরকার সহ অন্যান্য আধিকারিকেরা।এলাকা পরিদর্শনের পর বেশ কয়েকটি দোকান ভেঙে দেওয়া হয়।অভিযোগ, এর আগেও ব্যবসায়ীদের সেখান থেকে দোকান সরাতে বলা হয়েছিল।কিন্তু না সরানোয় আজ দোকানগুলি ভেঙে দেওয়া হয়েছে।কোনোভাবেই দখলদারি মানা হবে না বলে কার্যত হুশিয়ারি দিয়েছেন রঞ্জন সরকার এবং এই দোকান ভাঙা শুরু হতেই পালটা সেখানকার কয়েকজন বাসিন্দা বিক্ষোভ দেখাতে শুরু করেন।তাদের অভিযোগ,আরও বেশ কয়েক জায়গায় জমি দখল হয়ে থাকলেও সে ব্যাপারে কোনোরকম উদ্যোগ নেওয়া হচ্ছে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *