শিলিগুড়ি,২৯ জুনঃ দলীয় পতাকার মধ্যে কন্ডোম বেঁধে রাখার অভিযোগ। সেই ঘটনা ঘিরে পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি নেতা কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনে প্রচারের জন্য বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল দলীয় পতাকা। এরপরই নজরে আসে যে দলীয় পতাকার সঙ্গে কন্ডোম বেঁধে রাখা হয়েছে।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের শিকারপুর এলাকার ঘটনা। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব। বিষয়টি জানিয়ে বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। জানা গিয়েছে, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ডিপো লাইনের ৫১ নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত প্রার্থীর সমর্থনে শিকারপুর চা বাগানের ডিপো লাইনে তার প্রচারে এলাকায় অনেক দলীয় ঝান্ডা লাগানো হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজেপি কর্মীদের নজরে পড়ে সেখানে বিজেপির ঝাণ্ডায় কে বা কারা কন্ডোম ঝুলিয়ে রেখেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। বিজেপির কিষাণ মোর্চার জলপাইগুড়ি জেলার সভাপতি নকুল দাসের অভিযোগ, শাসক দলের কেউ এই কাজ করেছে৷ বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এব্যাপারে তৃণমূলের অঞ্চল সভাপতি নারায়ণ বসাক বলেন, যেকোনো দলের ঝাণ্ডাতে এধরনের জিনিস লাগানো আমরা সমর্থন করি না। তবে আমাদের দলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ ভিত্তিহীন।