জলপাইগুড়ি,১১ মার্চঃ ‘দল যে দায়িত্ব দেবে তাই পালন করব।তৃণমূলের হয়ে জেলার পাশাপাশি রাজগঞ্জে প্রচার করব’।বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন জলপাইগুড়ি জেলার এসসি এসটি ওবিসি সেলের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণ দাস।
প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে খগেশ্বর রায়ের নাম ঘোষণা হতেই দলের প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কৃষ্ণ ও তাঁর অনুগামীরা।খগেশ্বর রায়ের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন কৃষ্ণ অনুগামীরা।এরপরেই কৃষ্ণ দাস সিদ্ধান্ত নিয়েছিলেন নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন তিনি।যদিও পরে রাজ্য নেতৃত্বের নির্দেশে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।
আজ সাংবাদিক বৈঠকে কৃষ্ণ দাস বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে আমি খুশি।আমার দলের কাছে কিছু চাইনি।দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করব।জেলা জুড়ে প্রচার চালিয়ে যাবো।বিজেপির তরফে যোগ দেওয়ার প্রস্তাব এসেছিল।কিন্তু আমি বিজেপিতে যাব না’।