জলপাইগুড়ি,৭ নভেম্বরঃ জলপাইগুড়িতে তিস্তা নদীর চরে দেখা মিললো সায়বেরিয়ান সারসের।পাখি বিশেষজ্ঞদের দাবি, পশ্চিমবঙ্গের পাখির তালিকায় এটি একটি নতুন সংযোজন।উচ্ছ্বসিত পরিবেশপ্রেমীরা।
গায়ের রঙ ধূসর।মাথায় কালো দাগ।চোখের দুপাশে সাদা পালকের ঝুঁটি।গলা থেকে বুক পর্যন্ত কালো পালকের সারি।জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর পারে এখন আপন মনে ঘুরে বেড়াচ্ছে সাইবেরিয়ান সারস ওরফে ‘ডোমেসেলি ক্রেন'(Domeiselle Crane)।
পাখি বিশেষজ্ঞদের মতে, এ এক বিরল উপস্থিতি।শীতের দেশের এই পাখিকে রাজস্থান, গুজরাটে দেখা গেলেও পশ্চিমবঙ্গের মাটিতে কোনো দিন পা পড়েনি এদের।পাখি বিশেষজ্ঞ তথা জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের সম্পাদক ডঃ রাজা রাউত বলেন, পশ্চিমবঙ্গের পাখি তালিকায় এই প্রথম সংযোজন ঘটলো ডোমেসেলি ক্রেনের এবং তাতে অবশ্যই উল্লেখ থাকবে তিস্তা পারের নাম।দুরদেশ থেকে উড়ে এসে স্থানীয়দের সাথে রীতিমতো ভাব জমে গেছে বিদেশি এই অতিথির।খবর পেয়ে সকাল বিকাল এই অতিথির উপর নজর রাখছে বন দফতর।অন্যদিকে প্রতিবছর হেমন্তের এই মরশুমে তিস্তা পারে পরিযায়ীর খোঁজে আসা পাখি প্রেমীরা এখন তার উপরেই ফোকাস মেলাচ্ছেন ক্যামেরায়।