আলিপুরদুয়ার, ১২ জানুয়ারিঃ ডুয়ার্সের পর্যটনকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যেতে আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়াতে শুরু হল ‘ডুয়ার্স ট্যুরিজম অ্যান্ড কালচারাল কার্নিভাল ২০২১’।
জানা গিয়েছে, আগামী ১৫ দিন ব্যাপী ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে কার্নিভাল অনুষ্ঠিত হবে।রাজাভাতখাওয়ায় কার্নিভালের শুভ সূচনা করা হয়।এদিনের অনুষ্ঠানে ডুয়ার্সের বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়।এছাড়াও ডুয়ার্সের বিভিন্ন জনজাতির খাবারের স্টল বসেছে।
ডুয়ার্স ট্যুরিজম অ্যান্ড কালচারাল কার্নিভালের পক্ষ থেকে রামকুমার লামা জানান, ডুয়ার্সে বিভিন্ন জনজাতি মানুষের বসবাস।তাদের প্রত্যেকের নিজেদের সংস্কৃতি,পোশাক, খাবার সব কিছুকে এই কার্নিভালে প্রদর্শন করা হচ্ছে।এদিনের কার্নিভালে প্রচুর পর্যটকদেরও সমাগম হয়েছে।