আলিপুরদুয়ার, ২০ জুলাইঃ বিদ্যুতের বিল ইউনিট পিছু ৬০-৮০ পয়সা বাড়ানোর কথা বলেছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং।এরই প্রতিবাদে বুধবার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার সামনে বিক্ষোভে সামিল হল অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন।
ডুয়ার্সকন্যার সামনে বিক্ষোভ দেখানোর পর বক্সাফিডার রোডে বিদ্যুৎ মন্ত্রীর কুশপুতুল পুরিয়ে প্রিবাদ জানান তারা।
সংগঠনের জেলা সম্পাদক পীয়ুশকান্তি শর্মা বলেন,শিল্পপতিরা বিদেশের মাটিতে কয়লা খনি কিনেছে।দেশে বিভিন্ন কয়লাখনিতে কয়লা বেশী উৎপাদন হলেও কৃত্রিম অভাব তৈরি করে শিল্পপতিদের সুবিধে করে দেওয়া হচ্ছে।কয়লার অভাব নেই।অভাব রয়েছে র্যাকের।তাই আমরা এনিয়ে প্রতিবাদে সামিল হয়েছি।ইউনিট পিছু বিদ্যুৎ এর দাম বাড়ানোর কথা বলেছেন বিদ্যুৎ মন্ত্রী।আমরা এর প্রতিবাদ করছি।