ফুটবলার হওয়ার ইচ্ছে! দরিদ্র পরিবারের মেয়ের সাহায্যে এগিয়ে এলেন জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি

জলপাইগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ বড় ফুটবলার হওয়ার ইচ্ছে।কিন্তু বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আর্থিক অবস্থা।এই পরিস্থিতিতে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের মেয়ে অনিসা মুন্ডাকে সাহায্যের জন্য এগিয়ে এলো ব্লক প্রশাসন।অনিসার হাতে বই, ব্যাগ, খেলাধূলার সামগ্রী তুলে দিলেন জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়।


পড়াশোনার পাশাপাশি বড় ফুটবলার হওয়ার ইচ্ছে রয়েছে অনিসার।কিন্তু আর্থিক অনটনের জন্য সেই স্বপ্নপূরণ বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।দশম শ্রেণীর ছাত্রী অনিসা এখনও ক্লাসের পাঠ্যবই কিনতে পারেনি।ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে বসেছে মাঠে যাওয়া।এতদিন খালি পায়ে চা বাগানের মাঠে প্র্যাকটিস করলেও টুর্নামেন্টে খেলতে যাওয়ার জন্য দরকার বুট, জার্সি ও ফুটবল।মেয়ের স্বপ্নপূরণের জন্য আবেদন জানিয়েছিলেন মা রঞ্জিতা।সেই আবেদনে সারা দিয়ে এগিয়ে আসেন জলপাইগুড়ির সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়।

এদিন বই, ব্যাগ, খেলাধূলার সামগ্রী পেয়ে খুশি হন অনিসা সহ পরিবারের সদস্যরা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwinbahsegel girişholiganbetonwingrandpasha girişcasibom girişistanbul escortextrabetescort beylikdüzücasibomistanbul escortcasibom girişpusulabetdeneme bonusu veren sitelercasibomimajbet giriş