শিলিগুড়ি, ১৩ জুলাইঃ উত্তরবঙ্গে করোনা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার জন্য উত্তরবঙ্গে করোনার দায়িত্বে থাকা ডঃ সুশান্ত রায়কে দায়ী করলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তার ডঃ বিদ্যুৎ বিশ্বাস।
সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে ডঃ বিদ্যুৎ বিশ্বাস অভিযোগ করে বলেন, ডঃ সুশান্ত রায় শুধুমাত্র তৃণমূল দলকে খুশি করতে চাইছেন। সাধারণ মানুষের প্রতি তার কোনো চিন্তা নেই।
এর পাশাপাশি তিনি করোনা সচেতনতা নিয়েও আলোচনা করেন। তিনি জানান, এই ভাইরাসকে শরীরে প্রবেশ করা থেকে আটকানো সহজ নয়। তবে কতটা পরিমানে এটা শরীরে প্রবেশ করছে সেটাই আসল বিষয়। ভাইরাস ফুসফুস পর্যন্ত পৌঁছে গেলে সেটাই মারাত্মক হতে পারে।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ হচ্ছে সঠিক সময়ে চিকিৎসা না হওয়া। বিভিন্ন সময়ে ডাক্তারের কাছে অনেকেই উপসর্গ জানাচ্ছেন না, যার ফলে সঠিক সময়ে চিকিৎসা শুরু হচ্ছে না। যখন করোনার হদিস মিলছে ততক্ষণে অনেক দেরি হয়ে যাচ্ছে। অর্থাৎ সঠিক সময়ে চিকিৎসা খুবই প্রয়োজনীয়।উত্তরবঙ্গে করোনা পরিস্থিতি খারাপের জন্য দায়ী ডঃ সুশান্ত রায়- অভিযোগ ডঃ বিদ্যুৎ বিশ্বাসের