শিলিগুড়ি, ১ জুলাই: আজ ডক্টরস ডে, ডঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিবস।
শিলিগুড়ির খ্যাতনামা মার্কেট বিধান মার্কেট ডঃ বিধানচন্দ্র রায়ের হাতেই তৈরি, তাই প্রতিবছরই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে মার্কেটে এই দিনটি পালন করা হয়ে থাকে।
এবছর করোনার প্রকোপে সেই অনুষ্ঠানে কিছুটা ব্যাঘাত ঘটলেও বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতির তরফে এদিন মার্কেটে বিধান চন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করে, জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি পালন করা হয়।
বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক রাজু দে জানান, ১৯৬২ সালে ছিন্নমূল, বাংলাদেশ থেকে আগত বিভিন্ন মানুষেরা যারা ফুটপাতে বসে ব্যাবসা করতেন তাদের একত্রিত করে বিনামূল্যে বিধান মার্কেটে দোকানের ব্যাবস্থা করে দিয়েছিলেন। তাই বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জানিয়ে এই দিনটি তারা প্রতিবছর পালন করে থাকেন, এবারেও তার ব্যতিক্রম হয়নি।