শিলিগুড়ি, ৫ সেপ্টেম্বরঃ যথাযোগ্য মর্যাদায় শিলিগুড়ি পুরনিগমে পালিত হল ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মজয়ন্তী।
ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি পন্ডিত, দার্শনিক এবং ভারতরত্ন প্রাপক ছিলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান।তার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এদিন শিলিগুড়ি পুরনিগমেও রাধাকৃষ্ণানের জন্মজয়ন্তী পালন করা হয়।এদিন রাধা কৃষ্ণানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ ও মাল্যদান করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, প্রতুল চক্রবর্তী, কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্যরা।
মেয়র গৌতম দেব জানান,এই মহান ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেয়ে গর্বিত পুরনিগম।