শিলিগুড়ি, ৩১ জানুয়ারিঃ শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডে ড্রেনের সমস্যা দীর্ঘ দিনের। অল্প বৃষ্টিতেই কার্যত হাটু জল জমে যায় বর্ধমান রোডের সন্তোষীনগর মোড় থেকে গঙ্গানগর এলাকায়।সমস্যা সমাধানে কোনরকম হেলদোল নেই।প্রয়োজনে এবার চাঁদা তুলে ড্রেনের গার্ডওয়াল দেওয়ার কথা জানালেন কাউন্সিলর।
বাড়ি বাড়িতে জল ঢুকে যায় বলে অভিযোগ স্থানীয়দের। বর্ধমান রোডে সন্তোষীনগর মোড়ে ড্রেনে গার্ডওয়াল ভগ্নদশায় থাকার কারণে বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পরে গোটা এলাকা। পুরনিগমের বোর্ড মিটিংয়ে গার্ডওয়াল তৈরির কথা বললেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ ওয়ার্ডের কাউন্সিলর অনিতা মাহাতোর।
মঙ্গলবার সন্তোষীনগর মোড়ে সাংবাদিকদের মুখোমুখি হন কাউন্সিলর অনিতা মাহাতো। পুরনিগমে বিরোধীদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। আগামীদিনে ৫ নম্বর ওয়ার্ডের এই সমস্যার সমাধান না হলে সকলের থেকে চাঁদা তুলে গার্ডওয়াল তৈরি করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর।