শিলিগুড়ি,১৪ জানুয়ারিঃ শিলিগুড়ি থেকে জেলায় জেলায় পৌঁছালো করোনা ভ্যাকসিন। বুধবার রাতেই কলকাতা থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছে যায় করোনা ভ্যাকসিনের গাড়ি। রাতে মেডিক্যাল ফাঁড়িতেই গাড়ি ছিল।
বৃহস্পতিবার সকাল থেকে মেডিক্যাল কলেজের স্টোরে ভ্যাকসিন ঢোকানোর কাজ শুরু হয়। বিভিন্ন জেলা থেকে আসা ভ্যাকসিন ভ্যানগুলিতে পাঠানো হয় এই বহুমূল্য ভ্যাকসিন। ২-৮ ডিগ্রি তাপমাত্রায় ভ্যাকসিনগুলো রাখা হয়েছে। এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভ্যাকসিন যায়। দার্জিলিঙের জন্য ১৮,০০০, কোচবিহারের জন্য ১৮,৫০০, আলিপুরদুয়ারের জন্য ১২,৫০০, জলপাইগুড়ির জন্য ১৬,৫০০, কালিম্পঙের জন্য ৩,৫০০ টি ডোজ এসেছে।
১৬ জানুয়ারি টিকাকরণের প্রথম কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম পর্যায়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এই টিকা দেওয়া হবে। ইতিমধ্যেই কোল্ড চেন স্টোর করা হয়েছে বিভিন্ন জায়গায়। যেগুলোকে প্রতিষেধক দেওয়া সময় সংরক্ষণের জন্য ব্যবহার হবে।