শিলিগুড়ি,৫ ডিসেম্বরঃ নামী গাড়ির কোম্পানির নাম করে নকল যন্ত্রাংশ বিক্রি।অভিযান চালিয়ে প্রচুর নকল যন্ত্রাংশ উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ।
দাগাপুরের একটি স্পেয়ার পার্টস রিটেলর দোকানে বহুদিন ধরেই নামী গাড়ির কোম্পানির নাম করে নকল যন্ত্রাংশ বিক্রি করা হচ্ছিল।বিষয়টি জানতে পেরে খোঁজখবর শুরু করে দিল্লীর ওই নামী গাড়ির কোম্পানি কর্তৃপক্ষ।পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ইবি ডিপার্টমেন্টে অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষ।অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে প্রচুর নকল গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করে ইবি ডিপার্টমেন্টের আধিকারিকেরা।