শিলিগুড়ি, ২০ জুলাইঃ ৫০ পিস সোনার বিস্কুট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ডিআরআই।ধৃতদের নাম রাকেশ কুমার এবং রমেশ কুমার শুক্লা।দুজনই উত্তরপ্রদেশের বাসিন্দা।উদ্ধার হওয়া সোনার বিস্কুটের মূল্য প্রায় ৪ কোটি টাকা।
ডিআরআই সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাতে শিলিগুড়ির বর্ধমান রোড সংলগ্ন একটি শপিং মলের কাছে একটি যাত্রীবাহী গাড়িতে দুই উত্তরপ্রদেশের যাত্রীর তল্লাশি নেয় ডিআরআই টিম।তল্লাশি চালিয়ে দুজনের কাছ থেকে উদ্ধার হয় ৫০ পিস সোনার বিস্কুট।উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন ৮ কিলো ৩০০ গ্রাম।এরপরই সোনা পাচার করার অভিযোগে দুজনকে গ্রেফতার করে ডিআরআই টিম।
ডিআরআই সূত্রে খবর, সোনা মায়ানমার থেকে অসম হয়ে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল তারা।তবে তার আগেই দুই পাচারকারীকে গ্রেফতার করে ডিআরআই টিম।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।