শিলিগুড়ি, ১ ডিসেম্বরঃ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে ‘ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ’ অভিযান শুরু করতে চলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।
জানা গিয়েছে, বুধবার এনজেপি ট্রাফিক গার্ডের তরফে ঘোগোমালি হাইস্কুলে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর আওতায় একটি সচেতনতা কর্মসূচিতে উপস্থিত হন কমিশনার গৌরব শর্মা।একটি সচেতনতা মিছিলও বের করা হয়।পাশাপাশি হেলমেটও বিতরণ করেন কমিশনার।এছাড়াও দুঃস্থ মানুষদের কম্বলও বিতরণ করেন তিনি।
এদিকে জলেশ্বরী এলাকায় সিসিটিভি ক্যামেরা এবং ভিআইপি মোড়ে ট্রাফিক পয়েন্ট এর উদ্বোধন করেন কমিশনার।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার গৌরব শর্মা বলেন, রাতের সময়ে ‘ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ’ অভিযান শুরু করা হবে।মানুষের সুরক্ষা করা আমাদের কর্তব্য।অধিকাংশ পথ দুর্ঘটনা মদ্যপান করে গাড়ি চালানোর ফলে ঘটে।আমাদের টিম শীঘ্রই বার মালিকদের সঙ্গে বৈঠক করবে।তিনি আরও বলেন, ক্যানেল মোড়, সালুগাড়া সহ বেশকিছু এলাকায় ট্রাফিক পয়েন্ট খোলা হবে।