ফাঁসিদেওয়া, ৮ মেঃ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্যা ব্লাইন্ড অফ বেঙ্গল ও বিধাননগর স্নেহাশ্রম দৃষ্টিহীন বিদ্যালয়ের উদ্যোগে দৃষ্টিহীন মহিলাদের টি ২০ উইমেন্স ন্যাশনাল ট্রায়াঙ্গুলার চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল।ফাঁসিদেওয়ার বিধাননগর মুরালিগঞ্জ হাইস্কুলে খেলা হয়।
জানা গিয়েছে, এদিন ঝাড়খণ্ড বনাম বেঙ্গল মহিলা দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দৃষ্টিহীনতাকে উপেক্ষা করে খেলায় বেশ উৎসাহ দেখা যায় খেলোয়াড়দের মধ্যে।খেলোয়াড়দের উৎসাহ জোগাতে পুলিশকর্মী তথা সমাজ সেবক বাপন দাস উপস্থিত ছিলেন।
পাশাপাশি বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই রক্তদান শিবিরে প্রচুর মানুষ রক্তদান করেন।উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপক করিমুল হক, মুরালীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, স্নেহাশ্রম দৃষ্টিহীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ সরকার সহ অন্যান্যরা।

