শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ উত্তরের দিশারীর উদ্যোগে এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড অফ বেঙ্গল এর সহযোগিতায় দৃষ্টিহীনদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হল আজ।
জানা গিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি শিলিগুড়ির সূর্যনগর ময়দানে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।আজ ফাইনাল খেলা হয়।মোট ৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল।যার মধ্যে দুটি দল ফাইনাল খেলায় অংশ নেয়। এদিন ফাইনাল পর্বে ডুয়ার্স তরাই সুপার ইলেভেন ২১৩ রান করে কলকাতা ক্যাপিটালকে পরাজিত করে।
জয়ী ডুয়ার্স তরাই সুপার ইলেভেন দলকে পুরস্কৃত করা হয়।এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মনোজ বর্মা, ডঃ সন্দীপ সেনগুপ্ত সহ অন্যান্যরা।