শিলিগুড়ি, ২৫ জুনঃ নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে রূপান্তর করার কাজ হচ্ছে।ফলে স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি করা হয়েছে একটি অস্থায়ী পার্কিং।যার জেরে কর্মহারা বহু হকার।হকারদের পুনর্বাসন সহ একাধিক দাবিতে মঙ্গলবার আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখার তরফে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএমকে স্মারকলিপি প্রদান করা হল।
এদিন আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখার সভাপতি সুজয় সরকার নেতৃত্বে স্টেশন থেকে হকাররা মিছিল করে এডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখান।
অস্থায়ী পার্কিং এর কাছেই ফাঁকা জায়গায় হকারদের ব্যবসার অনুমতি দেওয়ার দাবী জানান তারা।এর পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে স্টেশনে ঢোকার মুখে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা, রাস্তায় ছাউনির ব্যবস্থা ও স্টেশনের কাছে রাস্তা মেরামতের দাবি জানানো হয়।