রাজগঞ্জ, ২৩ মেঃ ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক স্প্রে।বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার কালারবাড়ি এলাকায় পাট চাষের জমিতে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হল।একটি বেসরকারি কীটনাশক সংস্থার পক্ষ থেকে এলাকার চাষীদের অত্যাধুনিক পদ্ধতিতে চাষের জমিতে কীটনাশক স্প্রে করবার জন্য ড্রোনের ব্যবহার দেখানো হয়। নতুন পদ্ধতিতে চাষের জমিতে কীটনাশক স্প্রে দেখতে ভিড়ও জমান এলাকার চাষীরা।
জানা গিয়েছে, এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষের জমিতে কম সময়ে কীটনাশক স্প্রে করা যাবে।এক একর জমি স্প্রে করতে মাত্র ১৫-২০ মিনিট সময় লাগবে ড্রোনের।পাশাপাশি একবারে ১০ লিটার কীটনাশক বহন করতে পারবে এই ড্রোন। ফলে খুব কম সময়ে ও কম খরচে চাষের জমিতে কীটনাশক প্রয়োগ করা সম্ভব হবে।
এই বিষয়ে জলপাইগুড়ি জেলার প্রথম মহিলা ড্রোন পাইলট পূজা রায় বলেন, আমি এই ড্রোন চালানোর প্রশিক্ষণ নিয়ে এই প্রকল্পে কাজ করছি।এই অত্যাধুনিক প্রযুক্তির ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক ব্যবহারে চাষের ক্ষেত্রে অর্থ, সময়ও যেমন বাঁচবে, কীটনাশক স্প্রে-র ক্ষতিকর প্রভাব থেকেও চাষীদের মুক্তি মিলবে।