করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন।জরুরী পরিষেবা এবং জরুরী জিনিসের দোকান ছাড়া সমস্ত কিছুই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।কিন্তু এই পরিস্থিতিতে ক্রমশ বেড়েই চলেছে বেআইনিমূলক কাজকর্ম।
গুজরাটে দেখা গেল ড্রোনের মাধ্যমে বাড়ি-বাড়ি ডেলিভারি করা হচ্ছে পান মশালা,গুটখা।সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।ইতিমধ্যেই ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে।
প্রসঙ্গত, গুজরাটে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।সূত্রের খবর,এখনও পর্যন্ত ৫৩৯ জন আক্রান্ত গুজরাটে।অন্যদিকে মৃতের সংখ্যা রয়েছে ২৬।যা নিয়ে উদ্বেগ বাড়ছে।অন্যদিকে আমেদাবাদে রাস্তায় বের হলে মাস্ক পড়া অনিবার্য করা হয়েছে।নিয়ম ভাঙলেই গুনতে হবে ৫০০০ টাকা।এমনকি হতে পারে তিন বছরের জেল।
(ইন্টারনেট চিত্র)