শিলিগুড়ি,৩ ডিসেম্বরঃ আবহাওয়ার খামখেয়ালিপনা ও করোনার বিধিনিষেধে শীতকালীন পর্বতশৃঙ্গ জয় একপ্রকার অধরাই থাকল ন্যাফের সদস্যদের। লক্ষ্যের কাছে পৌঁছে অবশেষে স্বপ্ন অধরা রেখে ফিরতে হলো দেবাশিষ বিশ্বাস ও তার তিন সঙ্গীকে।
দক্ষ পর্বত আরোহী হিসেবে পরিচিত দেবাশিষ বিশ্বাস।পৃথিবীর বৃহত্তম এভারেস্ট শৃঙ্গ জয়ের পাশাপাশি বেশকিছু পর্বত শৃঙ্গ জয় করে ফেলেছেন তিনি।অভিজ্ঞতার তাগিদে শীতকালে পর্বত শৃঙ্গ জয় করার স্বপ্ন দেখেন তিনি এবং তা বাস্তবে পরিণত করতে নভেম্বর মাসে দেবাশিষ বিশ্বাস,মলয় মুখার্জি, সত্যরূপ সিদ্ধান্ত ও শিলিগুড়ির সূর্য চৌধুরী এই ৪ পর্বতারোহী নেপালের আমা ডাবলাম যার উচ্চতা ৬,৮১২ মিটার জয় করার লক্ষ্যে বেরিয়ে পড়েন।যদিও প্রথমেই করোনা সুরক্ষার নিয়মাবলীর জন্য বাঁধার মুখে পড়তে হয় তাদের। যার ফলে সময়ের অনেক পরে শুরু করতে হয় তাদের পর্বত অভিযান।তবে পরবর্তীতে লক্ষ্যের কাছে পৌঁছেও আবহাওয়ার খামখেয়ালিপনায় পর্বত শৃঙ্গ জয়ের স্বপ্ন অধরা রেখেই ফিরে আসতে হয় তাদের। তবে ভবিষ্যতে তাদের স্বপ্নকে তারা পুনরায় পূরণ করতে একপ্রকার চ্যালেঞ্জ গ্রহণ করেন তারা।
বৃহস্পতিবার শিলিগুড়িতে ন্যাফের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এই চার পর্বতারোহী আমা ডাবলাম শৃঙ্গের টুকরো পাথর তুলে দেন ন্যাফের সদস্যদের হাতে।