আলিপুরদুয়ার,২২ অক্টোবরঃ ভারত-ভুটান সীমান্তের জয়গাঁর ত্রিবেণীটোল এলাকা থেকে এক মহিলা সহ চার আর্ন্তজাতিক ড্রাগ পাচারকারীকে গ্রেফতার করল জয়গাঁ থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে সাড়ে তিনশো গ্রাম ব্রাউন সুগার ও একটি বিলাসবহুল এসইউভি গাড়ি উদ্ধার হয়েছে।ধৃতদের নাম কর্মা শেরপা,সোনম শেরপা,রমেশ লামা ও শিব কুমার দর্জি।এদের সকলের বাড়ি জয়গাঁতেই।
অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ড্রাগ পাচারের ঘটনায় মুল অভিযুক্ত রমেশ লামা।তার গাড়িটিই পাচারের ঘটনায় ব্যাবহার করা হয়েছিলো।অভিযুক্ত রমেশ জানিয়েছে, সে ভুটানে পাচারের জন্য শিলিগুড়ি এবং মালদা থেকে ওই ব্রাউন সুগার কিনেছিলো।বুধবার রাতে কর্মা শেরপা ত্রিবেণীটোল এলাকায় ওই ব্রাউন সুগার বিক্রি করতে আসে।সেইসময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য আট লক্ষ টাকা বলে জানা গিয়েছে।