শিলিগুড়ি,১০ ডিসেম্বরঃ মহিলাকে ধর্ষণের অভিযোগে এসটিএফ এর গাড়ি চালককে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ।ধৃতের নাম জিৎ ঠাকুর।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
নির্যাতিতা মহিলার অভিযোগ, প্রায় দুবছর আগে এক বন্ধুর মাধ্যমে জিৎ এর সঙ্গে পরিচয় হয়েছিল ওই মহিলার।ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।এরপর প্রায়ই মহিলার বাড়িতে আসত জিৎ।অভিযোগ, গত ২১ অক্টোবর হঠাৎ জিৎ তার বাড়িতে আসে।এরপর তাকে একা পেয়ে ধর্ষণ করে।অভিযোগ, ঘটনার পর মহিলাকে হুমকিও দেয় জিৎ।যদিও গত মঙ্গলবার সাহস করে থানায় গিয়ে জিৎ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা।অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই জিৎ কে গ্রেফতার করে পুলিশ।গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
