কালিম্পং যাওয়ার আগে শিলিগুড়িতে নিখোঁজ সেনা জওয়ান, জওয়ানের খোঁজে তল্লাশি পুলিশের

শিলিগুড়ি,১৫ জানুয়ারিঃ অন্ধ্রপ্রদেশের নিখোঁজ সেনা জওয়ানের খোঁজ শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। নিখোঁজ সেনা জওয়ানের খোঁজে শিলিগুড়ি শহর থেকে শুরু করে মহকুমা এলাকায় তল্লাশি চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। কিন্তু চারদিন পার হয়ে গেলেও কালিম্পংয়ে কাজে যোগ দিতে আসা সেই সেনা কনস্টেবলের এখনো কোন খোঁজ মেলেনি। যা নিয়ে রীতিমত উদ্বিগ্ন শিলিগুড়ি পুলিশের আধিকারিকেরা। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ওই সেনা জওয়ানের খোঁজ শুরু করেছে। পাশাপাশি শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপকেও (এসওজি) কাজে নামানো হয়েছে।


শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর জানিয়েছেন, ওই সেনা জওয়ানের খোঁজ চলছে। শহরের দক্ষ পুলিশ কর্মীরা কাজ করছেন। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ওই সেনা জওয়ান কলকাতায় কর্মরত ছিলেন। কিছুদিন আগেই তাঁর কালিম্পংয়ে বদলি হয়। সেইমতো ১০ জানুয়ারি তিনি ট্রেনে এনজেপিতে আসছিলেন। ১০ জানুয়ারি শেষবার তাঁর স্ত্রীয়ের সঙ্গে কথা হয়। তিনি জানান, এনজেপি স্টেশনে রয়েছেন। এরপর থেকে আর বাড়ির লোক যোগাযোগ করতে পারছিলেন না। ঘটনাচক্রে ওই জওয়ান তামিলনাড়ুর এক নেতার চেনা পরিচিত। বিষয়টি রাজ্য প্রশাসনকে জানানো হয়। এরপর শিলিগুড়ি মেট্রপলিটন পুলিশকে ঘটনার তদন্তে নামার নির্দেশ দেওয়া হয়েছে। এনজেপি থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা করে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর,ওই সেনা জওয়ানের মোবাইলের শেষ লোকেশন ছিল ফাঁসিদেওয়ায়। ওই দিনই সকাল ৬টায় ফাঁসিদেওয়ার নিজবাড়ি এলাকায় একটি ট্রেনে কাটা দলা পাকানো দেহ উদ্ধার করে জিআরপি। ওই দেহ উদ্ধারের ঘটনাস্থল থেকে ২০০মিটার দূরে নিখোঁজ সেনা জওয়ানের কাধের ব্যাগ এবং মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। যদিও ওই দেহ সেনা জওয়ানের কী না তা এখনো নিশ্চিত হয়নি। দেহের অবস্থা খারাপ হওয়ায় পরিজনেরাও চিহ্নিত করতে পারেননি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibombaywin girişmatadorbet girişMARSBAHİSMARSBAHİS GÜNCEL GİRİŞcasibom