রাজগঞ্জ, ৩ এপ্রিলঃ সাহুডাঙ্গির ভেলকিপাড়ায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড।দমকলের ইঞ্জিন যাওয়ার রাস্তা না থাকায় বালতিতে করে জল নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেন দমকল কর্মী ও পুলিশ। রাস্তার অভাবে আগুন নেভাতে গিয়ে হিমশিম খেলেন দমকল কর্মীরা।
জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গির ভেলকিপাড়ায় বিশ্বজিৎ রায়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার ফলে ঘরে থাকা সমস্ত আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর খবর দেওয়া হয় ভোরের আলো থানা ও ফুলবাড়ির দমকল বাহিনীকে। এদিকে সেই বাড়িতে যাওয়ার রাস্তা খুব সংকীর্ণ থাকায় দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছতে পারেনি। ফলে দমকলকর্মী ও ভোরের আলোর থানার পুলিশ পায়ে হেঁটে এসে স্থানীয় কুয়ো থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
বাড়ির গৃহকর্তী আদুরি রায় বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার সময় বাড়িতে আমরা কেউ ছিলাম না। প্রতিবেশীর থেকে জানতে পারি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এবিষয়ে এক দমকল কর্মী জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসি। কিন্তু রাস্তাটি খুব ছোট হওয়ায় দমকলের ইঞ্জিন আমরা ঘটনাস্থলে আনতে পারিনি। বালতিতে করে কুয়ো থেকে জল তুলে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা।
