শিলিগুড়ি, ১৬ মেঃ শিলিগুড়িতে বসে সিম বক্স ব্যবহার করে করা হচ্ছিল বিদেশে ফোন। পুলিশের চোখ এড়াতে সিম বক্স ব্যবহার করে অপরাধমূলক কাজ করা হচ্ছিল বলেও অভিযোগ। পুলিশ অভিযান চালাতেই উদ্ধার হল তিনটি সিমবক্স ও বেশ কিছু অবৈধ সামগ্রী। এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালি মোড় থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের নাম সাব্বির আলি। বাড়ি সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের কোয়ারবাড়ি এলাকায়।
পুলিশের কাছে খবর ছিল জটিয়াকালি মোড়ে একটি দোকানে অবৈধভাবে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি সহ বিভিন্ন অবৈধ কাজ করা হয়। সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযানে নামে স্পেশাল অপারেশন গ্রুপ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ওই যুবকের দোকানে তল্লাশি চালাতেই উদ্ধার হয় তিনটি সিমবক্স সহ বেশ কয়েকটি সিম, রাউটার, কম্পিউটার সহ বেশ কিছু নথি।
জানা গিয়েছে, বেশিরভাগ অপরাধমূলক কার্যকলাপে এই ধরনের সিম বক্স ব্যবহার করা হয়ে থাকে। সিম বক্স দিয়ে ওই যুবক কি করত এবং এর সাথে আর কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। সিম বক্স যেহেতু আন্তর্জাতিক বিষয়, সেই কারণে পুলিশের তরফে এই সিম বক্স উদ্ধারের বিষয়টি সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো এবং আর্মি ইন্টেলিজেন্স ব্যুরোকে জানানো হয়েছে।