শিলিগুড়ি,২৯ এপ্রিলঃ শিলিগুড়ির আশিঘরের বাসিন্দা সাবেরী দাস।বাসাবাড়িতে কাজ করতেন তিনি।কিন্তু করোনা আতঙ্ক এবং লকডাউন শুরু হতেই বন্ধ হয়ে গিয়েছে বাসাবাড়ির কাজ।তাই পেটের টানে লকডাউনে বদলে ফেললেন জীবিকা।
লকডাউনে ফুল বেচেই চলছে তার সংসার।কলেজপাড়ায় সামান্য কিছু ফুল নিয়ে রোজ রাস্তাতেই বসছেন তিনি।বাড়িতে রয়েছে স্বামী-সন্তান। স্বামী পেশায় রাজমিস্ত্রি তার কাজও বন্ধ রয়েছে।তাই সংসারের ভার এসে পড়েছে সাবেরী দেবীর ওপর।
প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ফুল নিয়ে রাস্তায় বসেন তবে প্রতিদিনই যে ফুল বিক্রি হচ্ছে এমনটা একদমই নয়।কোনোদিন হয়ত সারাদিনেও বিক্রি হয় না।খাবারের জন্য অপেক্ষা করতে হয় কখন কেউ বা কারা এসে খাবার দিয়ে যাবে।লকডাউন উঠে গেলেও নতুন করে তাকে আবার বাসাবাড়িতে কাজে রাখা হবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন তিনি।