জলপাইগুড়ি,১৪ জুনঃ সোমবার থেকে জলপাইগুড়িতে শুরু হল দুয়ারে ভ্যাকসিন কর্মসূচী।এদিন জলপাইগুড়ি পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচী নেওয়া হয়।
জানা গিয়েছে,পৌরসভার অন্তর্গত ২৫টি ওয়ার্ডের মধ্যে ১৩টি জলপাইগুড়ি পৌরসভা ও বাকি ১২টিতে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দুয়ারে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলবে।আপাতত ষাটোর্ধ্ব ও প্রতিবন্ধীদের এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হচ্ছে বলে জানান পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল।আগামী দিনে সবগুলি ওয়ার্ডেই ভ্যাক্সিনেশনের কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।আপাতত মোট ৩০ জন করে ভ্যাকসিন দেওয়ার কাজ চলবে।