শিলিগুড়ি, ২০ আগস্টঃ করোনার জেরে আটকে ছিলেন বিদেশে। অবশেষে দীর্ঘ কয়েকমাস পর ফিরতে পারলেন নিজের দেশে। বৃহস্পতিবার দুবাইতে আটকে থাকা ৮৩ জন ফিরলেন নিজের বাড়িতে৷
করোনা মহামারির জেরে দুবাইতে বহু কোম্পানিতেই কর্মী ছাটাই হয়েছে। যেকারণে কাজ হারানোয় সমস্যায় পড়েছেন বহু ভারতীয়। তাদের মধ্যে অনেকেই দার্জিলিং, কালিম্পং ও ডুয়ার্সের বাসিন্দা। দফায় দফায় অনেককেই সেখান থেকে বিমানে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। দুবাইতে আটকে থাকা ৮৩ জন গতকাল বিশেষ বিমানে কলকাতায় নামেন। সকলেই দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা। বুধবার রাতেই বাসে তাঁরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। আজ সকালে জংশন এসে পৌঁছান। এরপর জিটিএ এর তরফে প্রত্যেকের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করে বাড়িতে পাঠানো হয়। আপাতত ১৪ দিন তাদের হোম কোয়ারান্টিনে থাকার কথা বলা হয়েছে।
এদিন শিলিগুড়িতে ফেরার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনেকেই দুবাইয়ের পরিস্থিতির কথা তুলে ধরেন। তাদের ফেরানোর উদ্যোগ ও বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানান প্রশাসনিক আধিকারিকদের।