দু’বেলা দুমুঠো খাবার জোগাড় করতে বেহালাই সঙ্গী বৃদ্ধ সুধাংশু দাসের

রাজগঞ্জ, ৩০ মার্চ: বেহালাই জীবনের সঙ্গী বৃদ্ধ সুধাংশু দাসের।মন্দিরে মন্দিরে বেহালা বাজিয়ে যা উপার্জন হয় তা দিয়েই তার পেট চলছে।গত দুই বছর থেকে রাজগঞ্জের ভ্রামরীদেবীর মন্দিরে আপন-মনে বেহালা বাজান সুধাংশু দাস।মন্দিরে ঘুরতে আসা পুণ্যার্থীদের কাছ থেকে পাওয়া সাহায্যেই বেঁচে রয়েছেন।


সুধাংশু দাস বলেন, তার বাড়ি আলিপুরদুয়ার জেলার সলসলাবাড়িতে।ছোটবেলায় এক দাদুর কাছ থেকে বেহালা বাজানো শেখেন।পরবর্তীতে বিয়ে করে সংসার পেতেছিলেন।বিভিন্ন কাজ করে সংসার চালালেও বেহালা বাজানো ছাড়েননি।কিন্তু অনেক বছর আগে এক দুর্ঘটনায় কোমরে মারাত্মক আঘাত পাওয়ার পর থেকে বেহালা বাজিয়ে জীবন চলছে।এরই মাঝে একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। স্ত্রীও মারা গিয়েছেন।এখন বেহালা বাজিয়েই চলছে তার একার সংসার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *