দুধিয়া, ২৫ ডিসেম্বরঃ বড়দিনে পিকনিকের আমেজ।দুধিয়ার পিকনিক স্পটে উপচে পড়লো ভিড়।
বড়দিন মানেই পিকনিক, খাওয়া-দাওয়া ও আনন্দ উদযাপন।বিভিন্ন পার্ক, পর্যটন স্থলে আজ প্রায় জনজোয়ার।বিভিন্ন জায়গার পাশাপাশি দুধিয়ার পাহাড়ি আবহাওয়া সঙ্গে নদীতে মজে চলছে পিকনিক পার্টি।নাচ গানে মেতেছেন মানুষ।সঙ্গে অফুরন্ত সেলফি।খাওয়া দাওয়া বাহারি আয়োজনও চলছে।
শিলিগুড়ি সহ দূরদূরান্তের জেলা থেকে পিকনিকের দলের ভিড় লক্ষ্য করা গিয়েছে দুধিয়ায়।