দুধিয়া, ৩১ ডিসেম্বরঃ বছর শেষে পিকনিকের আমেজে মেতেছেন মানুষ।দুধিয়ার পিকনিক স্পটে উপচে পড়লো ভিড়।
একদিকে পাহাড়ের সৌন্দর্য ও পাশ দিয়ে বয়ে যাওয়া বালাসন নদীর তীরে এই পিকনিক স্পটে আনন্দে মেতেছেন মানুষ।কোথাও চলছে রান্নাবান্না, নাচ-গান আর দেদার সেলফি।
নতুন বছরকে স্বাগত জানানোর আগে পিকনিক সেরে ফেলতে ব্যস্ত পিকনিকের দল।এদিন পিকনিক ঘিরে অশান্তি রূখতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে গাড়িধুরা থানার পুলিশও।