বিধানসভা নির্বাচনের প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।নন্দীগ্রাম থেকে প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী।শনিবার একটি সাংবাদিক বৈঠক করে প্রথম দুদফার প্রার্থী তালিকায় ৬০টি আসনের মধ্যে ৫৬টিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।এর মধ্যে ১টি ছাড়া হয়েছে আজসুকে।
প্রসঙ্গত, শুক্রবার ২০২১ এর বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল।কালিঘাটে সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ঘোষণা করেন তিনি নন্দীগ্রাম থেকে লড়বেন।এদিকে শনিবার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি জানিয়ে দেয় নন্দীগ্রাম থেকে লড়ছেন শুভেন্দু অধিকারী।