শিলিগুড়ি, ১২ ডিসেম্বরঃ ফের নদী থেকে বালি ও পাথর চুরি রুখলো পুলিশ।গ্রেফতার করা হল দুই বালি মাফিয়াকে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অভিযানে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।গভীর রাতে নৌকাঘাটে পেট্রোলিং এর সময় একটি বালি বোঝাই ট্রাক আটক করে। বালির কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতরা হল মাটিগাড়ার সুমিত বর্মন ও কোচবিহার শীতলকুচির নিখিল বর্মন।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতরা দীর্ঘদিন ধরেই বালি চুরি কারবারের সঙ্গে যুক্ত।শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
