শিলিগুড়ি, ৫ এপ্রিলঃ সামনেই ছিল বিয়ে।প্যাণ্ডেল বাঁধার কাজ চলছিল। কিন্তু দুই বান্ধবীর একসঙ্গে মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে সোমবার সন্ধ্যা থেকে।মঙ্গলবার বিকেলে ময়নাতদন্তের পর ৪২ নম্বর ওয়ার্ডে দুই কিশোরীর দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পাড়া।
সোমবার সন্ধ্যায় দুজনের একসঙ্গে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।একটি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ।মৃত দুই কিশোরীর মধ্যে একজনের বিয়ে ঠিক হয়েছিল। এপ্রিল মাসে বিয়ে হওয়ার কথা ছিল।তা মেনে নিতে না পারায় বাড়ি ফাঁকা থাকার সুযোগে সোমবার গলায় ফাঁস দেয় দুই বান্ধবী।একই ওড়নায় দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।মঙ্গলবার বিকালে ময়নাতদন্তের পর দুই বান্ধবীর মৃতদেহ এলাকায় পৌছতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।এই ঘটনায় মেনে নিতে পারছেন না কেউ।এদিন দুই বান্ধবীর ইচ্ছে মতো একসঙ্গে দুজনের মরদেহ শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়।
এদিন স্থানীয়রা বলেন, দুজনেই খুব ভালো বান্ধবী ছিল।তবে কি কারণে এই ঘটনা ঘটানো তা জানা যায়নি।তবে ওদের শেষ ইচ্ছে অনুযায়ী দুজনের সৎকারের কাজ একসঙ্গেই করা হবে।