দুই যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে, ব্যাপক চাঞ্চল্য ঠাকুরনগর রেলগেট এলাকায়

শিলিগুড়ি, ২ জুলাইঃ দুই যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো রেল পুলিশের বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর রেলগেটে।


প্রায়সময়ই ঠাকুরনগর রেলগেটে যানজটের সমস্যায় পড়তে হয় পথচলতি সাধারণ মানুষকে।মঙ্গলবারও সেই এলাকায় যানজটের সৃষ্টি হয়।সেইসময় সেখানে কর্মরত রেল পুলিশকে এক যুবক জানান জরুরিকারণে তাকে তাড়াতাড়ি যেতে হবে।যানজট স্বাভাবিক করার আবেদন করেন তিনি।এরপর সেই যুবক ও রেল পুলিশের মধ্যে বিতর্ক শুরু হয়।অভিযোগ, রেলপুলিশ ওই যুবকের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বেধড়ক মারধর করেন।শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।এদিকে সেই ঘটনার ভিডিও করতেই অপর আরেক যুবককেও মারধর করা হয় বলে অভিযোগ।যুবকের মোবাইলও কেড়ে নেওয়া হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছান এলাকাবাসীরা।রেল পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় রেল পুলিশকে।


এলাকাবাসীর অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিল ওই রেলপুলিশ।তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলে জানান তারা।

এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে এনজেপি থানার পুলিশ ও আরপিএফ এর উচ্চপদস্থ কর্তারা।এরপর পরিস্থিতি স্বাভাবিক করেন তারা।পরবর্তীতে আহত যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO