রাজগঞ্জ, ২৬ মার্চঃ খাবার ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা। অভিযোগের ভিত্তিতে এক বৃদ্ধকে গ্রেফতার করলো রাজগঞ্জ থানার পুলিশ।মঙ্গলবার রাতে রাজগঞ্জ এলাকায় বাড়ি থেকে বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের একটি গ্রামে ১১ বছর বয়সী এবং ১৩ বছর বয়সী দুই নাবালিকা খেলা করছিল।সেইসময় অভিযুক্ত বৃদ্ধ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল।দুই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যায়।সেখানে শ্লীলতাহানির চেষ্টা করে বৃদ্ধ।বৃদ্ধের কূ-মতলব বুঝতে পেরে চিৎকার শুরু করে নাবালিকারা।সেই চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা।এরপর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পরই রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।